হোসেনপুর  উপজেলা

 হোসেনপুর  উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা ।

অবস্থান

উত্তরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে পাকুন্দিয়া উপজেলা এবং পশ্চিমে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা অবস্থিত।

আয়তনঃ

হোসেনপুর  উপজেলার  মোট আয়তন ১২১.২৯ বর্গকিমি ।

হোসেনপুর  উপজেলা এর জনসংখ্যাঃ

এই উপজেলার মোট জনসংখ্যা ১,৯১,২০৬ জন। এর মধ্যে পুরুষ ৯৩,৮২৩ জন এবং মহিলা ৯৭,৩৮৩ জন।

প্রশাসনিক এলাকাঃ

হোসেনপুর উপজেলায় ০৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। যথা-

  1. গোবিন্দপুর ইউনিয়ন, হোসেনপুর
  2. সিদলা ইউনিয়ন
  3. জিনারী ইউনিয়ন
  4. আড়াইবাড়ীয়া ইউনিয়ন
  5. শাহেদল ইউনিয়ন
  6. পুমদী ইউনিয়ন

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • ত্রৈলোক্যনাথ চক্রবর্তী 
  • বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন 
  • মির্জা আব্বাস 
  • আবদুস সালাম ।

হোসেনপুর  উপজেলা এর ইতিহাসঃ

মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালে হোসেনপুর থানায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে ৩৯ জন পাকসেনা নিহত হয় এবং এ অভিযানে প্রচুর গোলাবারুদ মুক্তিযোদ্ধাদের হস্তগত হয়। ১৯৭১ সালের ১৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা হোসেনপুর থানা এলাকায় একটি সেতু বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেয় এবং রাজাকার ক্যাম্প আক্রমণ করে রাইফেলসহ ১৪ জন রাজাকারকে বন্দি করে।

ঐতিহাসিক নিদর্শন

গাংগাটিয়া জমিদার বাড়ি (মানব বাবুর বাড়ি)

১. কুড়ির ঘাট বধ্যভূমি

২. রামানন্দের বাড়ী

৩. গাঙ্গাটিয়া জমিদার বাড়ী

৪. সাহেব বাড়ী

শিক্ষাঃ

শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩৬.৬%; পুরুষ ৩৮.৬%, মহিলা ৩৪.৬।

কলেজ ৪, মাধ্যমিক বিদ্যালয় ২১, মাদ্রাসা ১৩।

উলে­খযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:

১,গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় (১৯১৮),

২, হোসেনপুর পাইলট উচ্চ বিদ্যালয় (১৯২০),

৩, হোসেনপুর উচ্চ বিদ্যালয় (১৯৩৬),

৪, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় (১৯৪১),

৫, মাধখলা ফাজিল (স্নাতক) মাদ্রাসা (১৯২৯)।

হোসেনপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নাম

১.জনাব আলহাজ্ব মোঃ আঃ কাদির স্বপন ,
চেয়ারম্যান, হোসেনপুর উপজেলা পরিষদ ।

২. জনাব মোঃ আশরাফ হোসেন (কবীর),
ভাইস চেয়ারম্যান,    হোসেনপুর উপজেলা পরিষদ।

৩. বেগম সেলিনা সারোয়ার,
মহিলা ভাইস চেয়ারম্যান,হোসেনপুর, উপজেলা পরিষদ।

৪. জনাব,মোঃ ফজলুল হক,ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিদলা ইউপি।
৫. জনাব মোঃ মাহবুবুল হাসান, চেয়ারম্যান,পুমদী ইউপি।
৬. জনাব মোঃ সোহরাব উদ্দিন খান, চেয়ারম্যান, জিনারী ইউপি।
৭. জনাব মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান, গোবিন্দপুর ইউপি।
৮. জনাব মোঃ আঃ বাতেন, চেয়ারম্যান, আড়াইবাড়ীয়া ইউপি।
৯. জনাব মোঃ শাহ মাহবুবুল হক, চেয়ারম্যান, শাহেদল ইউপি।

প্রধান নদী সমূহঃ
পুরনো ব্রহ্মপুত্র(প্রায় মৃত) এবং নরসুন্দা; উল্লেখ্যযোগ্য জলাশয় পানান বিল।

শিল্পকারখানাঃ

 আটার মিল ১৬, ওয়েল্ডিং ২৪।
কুটির শিল্পঃ বাঁশের কাজ ১২০,কাঁঠের কাজ ১২১, স্বর্ণকার ৩১, কামার ৭৯, কুমোর ৩৭,দর্জি ১৭০।
হাট, বাজার,মেলাঃ মোট হাট বাজার ২০টি,তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে হোসেনপুর বাজার, বানাগ্রাম, জিনারী, ভাংগাটিয়া,পিতলগঞ্জ,রামপুর, আমন সরকার, হারেঞ্জা,গোবিন্দপুর, চরপামদী,শাহীদল।
প্রধান রপ্তানীজাত পণ্য ধান,পাট,গম,ডাল,আঁখের গুড়,কলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here